প্রাকৃতিক গ্যাস উত্তোলন বৃদ্ধি করেছে আজারবাইজান

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৮-১০ ১৪:১৩:৪৫


চলতি বছরের প্রথমার্থে প্রাকৃতিক গ্যাস উত্তোলন বাড়িয়েছে আজারবাইজান। জানুয়ারি-জুন পর্যন্ত দেশটি ২ হাজার ৩০ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে। গত বছরের একই সময়ের তুলনায় উত্তোলন বেড়েছে ৫ দশমিক ১ শতাংশ বা ৯৯ কোটি ঘনফুট। খবর আজারনিউজ।

মোট উত্তোলিত প্রাকৃতিক গ্যাসের মধ্যে আজেরি চিরাগ গানেশলি গ্যাসক্ষেত্র থেকে ৬৪০ কোটি ঘনফুট এবং শাহ দেনিজ ক্ষেত্র থেকে এক হাজার ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হয়। এছাড়া আজারবাইজানের রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস উত্তোলন কোম্পানি বছরের প্রধমার্ধে ৩৯০ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন করতে সক্ষম হয়েছে।

উত্তোলনের পাশাপাশি প্রাকৃতিক গ্যাস রফতানিও বাড়িয়েছে আজারবাইজান। জানুয়ারি-জুন পর্যন্ত দেশটি দেশের বাইরে ৯১০ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস বিক্রি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি ৩৬ শতাংশ বেড়েছে।

সানবিডি/এনজে