মোদী ‘সংকীর্ণমনা’: সনিয়া গান্ধী
প্রকাশ: ২০১৫-১০-০৪ ১১:৩৫:০০

সামনেই বিহার বিধানসভা নির্বাচন। বিহারের ওয়াজিরগঞ্জে নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে ছাড়লেন না কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। মোদীকে কটাক্ষ করে তিনি বলেছেন, উনি একজন সংকীর্ণমনা মানুষ। খুব নিচু স্তরের রাজনীতি করেন। তিনি বলেছেন, বিদেশের মাটিতে দাঁড়িয়ে মোদী যেভাবে রাজনৈতিক বিরোধীদের আক্রমণ করেন, তা সংকীর্ণ রাজনৈতিক মনেরই প্রতিফলন।
সনিয়া বলেছেন, এর আগে অন্য কোনও প্রধানমন্ত্রী বিদেশের মাটিতে বিরোধীদের এভাবে আক্রমণ করেননি, তাঁদের ছোট করেননি। কিন্তু প্রধানমন্ত্রী তাই করেছেন। সনিয়া আরও বলেন বিহার বা গোটা দেশের মর্যাদা নিয়েই যিনি ভাবেন না, তিনি অন্য দেশকে সম্মান করবেন কী করে?
সনিয়া এদিন মোদীকে উদ্দেশ্য করে বলেন, দরিদ্রদের জন্য যে প্রকল্পগুলি চালু করেছেন, সেগুলিও সেরকম কার্যকরী নয়। মোদীর প্যাকেজিং এবং রি-প্যাকেজিং স্কিম-এরও নিন্দা করেছেন তিনি। তিনি বলেছেন এই সমস্ত প্যাকেজ সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













