কাল থেকে আগের নিয়মে চলবে আর্থিক প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৮-১০ ১৯:৩১:০৯


দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় চলমান কঠোর বিধিনিষেধ ১১ আগস্ট (বুধবার) থেকে শিথিল করা হ‌য়ে‌ছে। ওই দিন থে‌কে আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যাংকের মতো স্বাভাবিক নিয়মে চলবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে দেশের সব আর্থিক প্রতিষ্ঠান।

মঙ্গলবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

নির্দেশনা বলা হয়, বুধবার (১১ আগস্ট) থেকে আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময়সূচি হবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অফিসের কর্মপরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮ (ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

এএ