হিলিতে কেজিতে ৪০ টাকা কমেছে কাঁচামরিচের দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-১১ ১৪:০৬:০২


দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ ঠিক রাখতে বিভিন্ন স্থলবন্দর দিয়ে  দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। ফলে মাত্র একদিনের ব্যবধানেই দিনাজপুরের হিলিতে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ৪০ টাকা। দাম কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে।

হিলি বাজারে দেখা গেছে, সব দোকানেই আগের তুলনায় সরবরাহ বেশি। ফলে দামও খানিকটা কম। একদিন আগেও প্রতি কেজি কাঁচামরিচ ১৬০ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার তা কমে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সানবিডি/এনজে