

ভোটাভুটির মাধ্যমে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির জুলাই মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মেয়েদের মধ্যে এ মাসে সেরা ক্রিকেটার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেলর।
অস্ট্রেলিয়ার মিচেল মার্শ এবং ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়রকে পেছনে ফেলে সেরা নির্বাচিত হয়েছেন সাকিব। বুধবার (১১ আগস্ট) এক বিবৃতিতে জুলাই মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করে আইসিসি
জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে সাকিব দারুণ খেলেছেন। ওয়ানডে সিরিজে অপরাজিত ৯৬ রানের ম্যাচ জেতানো ইনিংসসহ করেছিলেন ১৪৫ রান। পাশাপাশি সে সিরিজে ৮ উইকেটও নিয়েছিলেন তিনি। ওভারপ্রতি ৭ রান খরচ করে টি-টোয়েন্টি সিরিজে সাকিব নিয়েছিলেন ৩ উইকেট।
জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টেও বোলিংয়ে সফল ছিলেন সাকিব। প্রথম ইনিংসে ৮২ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। ম্যাচে নিয়েছিলেন ৫ উইকেট।
এ বছরের শুরু থেকে প্রতি মাসে একজন করে পুরুষ ও নারী ক্রিকেটারকে সেরা ঘোষণা করছে আইসিসি। তিনজনের সংক্ষিপ্ত তালিকা থেকে আইসিসির ভোটিং প্যানেলের সদস্যরা দেন ৯০ শতাংশ ভোট। বাকি ১০ শতাংশ ভোট দেওয়ার সুযোগ থাকে সমর্থকদের। মে মাসের সেরা ক্রিকেটার হয়েছিলেন বাংলাদেশের মুশফিকুর রহিম।
জুলাইয়ের সেরা হয়ে উচ্ছ্বসিত সাকিব বলেন, ‘২০২১ সালের জুলাই মাসে আইসিসির সেরা ক্রিকেটার হওয়াটা দারুণ একটা ব্যাপার। এ মাসে অসাধারণ কিছু পারফরম্যান্স ছিল। ফলে এটা আমার কাছে আরও বিশেষ কিছু।’
জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন সাকিব। এরপর এ মাসে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়েও রেখেছেন অবদান, হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়। সাকিব সব মিলিয়ে খুশি দলের জয়ে অবদান রাখতে পেরে, ‘জয়ে অবদান রাখতে পারলে সবচেয়ে খুশি হই আমি,তৃপ্তিও আসে। আমি খুবই খুশি যে গত কয়েক সপ্তাহে বাংলাদেশের সাফল্যে অবদান রাখতে পেরেছি।’
এএ