পদ্মা সেতুতে বারবার ফেরির ধাক্কা, কারণ অনুসন্ধানে সন্ধায় বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৮-১৩ ১৮:৩৬:১০


পদ্মাসেতুতে কেন বারবার ধাক্কা লাগছে, এতে কোন ষড়যন্ত্র আছে কি না বিষয়টি খতিয়ে দেখতে এ বিষয়ে শুক্রবার (১৩ আগস্ট) সন্ধায় সভা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে পদ্মাসেতু পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এখনও এর পেছনে অনেক লোক লেগে আছে। দেশ বিদেশ থেকেও লেগে আছে। সর্ষের মধ্যে ভূত আছে কি না তা খতিয়ে দেখতে হবে। বারবার কেন ঘটছে ধাক্কার ঘটনা। সারা দেশের মানুষের অনুভূতিতে আঘাত আসে। সেতুটি গোটা জাতির সম্পদ। জাতীয়ভাবে মানুষ আহত হচ্ছে। এভাবে কেন বারবার পদ্মাসেতুতে আঘাত লাগছে, এর জন্য আজ শুক্রবার সন্ধ্যায় সভা হবে।’

তিনি বলেন‘পদ্মাসেতুর পিলারে এ নিয়ে ৪ বার ফেরির ধাক্কার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে তুচ্ছ কোনো ঘটনা বা নিছক কোনো দুর্ঘটনা অথবা চালকের অদক্ষতা বলে এড়িয়ে যাওয়া ভুল হবে। এখানে কোনো ষড়যন্ত্র আছে কি না, অন্তর্ঘাত আছে কি না, তা খতিয়ে দেখতে হবে।’

মন্ত্রী বলেন, ‘সেনাবাহিনীকে বলব এ বিষয়ে গভীরভাবে তদারকি করার জন্য দরকার। এখানে সর্ষের মধ্যে ভূত আছে কি না তাও খতিয়ে দেখতে হবে।’

সানবিডি/আরএইচ