মালদ্বীপে পৌঁছেই সুখবর পেল বসুন্ধরা কিংস
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-১৪ ১১:৩৭:০২

করোনা মহামারিতে ফুটবলারদের বার বার করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। গতকাল শুক্রবার রাতে কিংসের ফুটবলার ও অফিসিয়ালরা মালদ্বীপের রাজধানী মালে পৌঁছান। সেখানে পৌঁছানোর পর তাদের করোনা পরীক্ষা করানো হয়।
করোনা পরীক্ষা করানোর কয়েক ঘন্টা পরেই ফলাফল পেয়েছে বসুন্ধরা কিংস। আজ শনিবার সকালেই কিংসের সকল ফুটবলার ও কোচিং স্টাফের রিপোর্ট নেগেটিভ এসেছে।
করোনা রিপোর্ট নেগেটিভ আসায় অনুশীলনে কোনো বাধা নেই কিংসের। বিকেলে মালদ্বীপ সময় বিকেল চারটায় অনুশীলন করতে পারে কিংস। কিংসের ফুটবলাররা ২৪ ঘন্টার বেশি সময় ভ্রমণের উপর ছিলেন। ভ্রমণক্লান্তি কাটানোটাই এখন মুখ্য।

করোনা পজিটিভ হওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ। দেশে রয়ে গেছেন মতিন মিয়া, রিমন ও ওবায়দুর রহমান (নবাব)। ব্যাক পেইনের জন্য নবাব শেষ পর্যন্ত দলের সফরসঙ্গী হতে পারেননি।
সানবিডি/ এন/আই







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












