ফিউচার মার্কেটে কমেছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-১৪ ১৪:১৪:৪১

কয়েক দফা বাড়ার পর শুক্রবার ফিউচার মার্কেটে কমেছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম।পণ্যটির ভবিষ্যৎ সরবরাহ মূল্য ১ শতাংশ হ্রাস পেয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
এদিকে সর্বশেষ কার্যদিবসে দাম কমলেও গত সপ্তাহের তুলনায় বেড়েছে। মূলত মালয়েশিয়ান পাম অয়েল বোর্ড পণ্যটির সরবরাহ হ্রাসের তথ্য প্রকাশ করায় সাপ্তাহিক মূল্যবৃদ্ধি পায়।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে আন্তর্জাতিক বাজার আদর্শ পাম অয়েলের অক্টোবরে সরবরাহ চুক্তিমূল্য ৬১ রিঙ্গিত বা ১ দশমিক ৩৬ শতাংশ কমে ৪ হাজার ৪১৩ রিঙ্গিতে (১ হাজার ৪২ ডলার) নেমেছে। তবে গত সপ্তাহের তুলনায় পণ্যটির দাম ৩ দশমিক ৫ শতাংশ বেড়েছে।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













