এসএ গেমসের জন্যে বাংলাদেশ ফুটবলদল ঘোষণা

প্রকাশ: ২০১৬-০১-২৩ ১৬:২৯:০৩


BD৫-১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের আসাম রাজ্যের গৌহাটি ও মেঘালয় রাজ্যের শিলংয়ে বসছে এসএ গেমসের ১২তম আসর। এবারের আসরের জন্যে ২৩ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ ফুটবলদল ঘোষনা বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

জানা গেছে, এবারের আসরে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ থাকবে নেপাল ও ভুটান। ৯ ফেব্রুয়ারি ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে অংশগ্রহনের মাধ্যমে শুরু হবে বাংলাদেশের এসএ গেমস মিশন। এরপর ১১ ফেব্রুয়ারি তারা মুখোমুখি হবে নেপালের।

আসরের জন্যে ঘোষিত অলিম্পিক দল খ্যাত অনূর্ধ্ব ২৩ ফুটবলদলের ফুটবলাররা হলেন, গোলরক্ষক হিসেবে খেলবেন, রাসেল মাহমুদ, আনিসুর রহমান এবং রাজীব। ডিফেন্ডার হিসেবে খেলবেন, তপু বর্মন, রায়হান হাসান, ইয়াসিন খান, রেজাউল করিম, শাকিল আহমেদ ও টুটুল হোসেন বাদশা। মিডফিল্ডারে আছেন, ইউসুফ সিফাত, জামাল ভূঁইয়া, ফজলে রাব্বি, মাসুক মিয়া জনি, ওমর ফারুক বাবু, শাহেদুল আলম শহীদ, সোহেল রানা, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস এবং আতিকুর রহমান ফাহাদ। আক্রমণভাগে যারা খেলবেন তাদের মধ্যে আছেন, জুয়েল রানা, আমিনুর রহমান সজীব, রুবেল মিয়া, নাবিব নেওয়াজ জীবন এবং তকলিস আহমেদ।

সানবিডি/ঢাকা/আহো