বৈশ্বিক প্রাকৃতিক গ্যাসের বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৮-১৭ ১৪:২৩:১১


মহামারি করোনার প্রভাব কাটিয়ে বৈশ্বিক প্রাকৃতিক গ্যাসের বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে।বিশ্বজুড়ে চলতি বছরের মে মাসে ধারাবাহিকভাবে বেড়েছে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার। এ সময় পণ্যটির ঊর্ধ্বমুখী চাহিদা মেটাতে রফতানি বাড়িয়েছে শীর্ষ উৎপাদক দেশগুলো। পাশাপাশি বেড়েছে পণ্যটির উত্তোলন ও আমদানি। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (ইআইএ) সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে ইআইএর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, উন্নত দেশ বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থাভুক্ত (ওইসিডি) দেশগুলোতে মে মাসে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পায়। ব্যবহারের পরিমাণ দাঁড়ায় ১২ কোটি ৫৯ লাখ ঘনফুটে।

আইইএ জানায়, চলতি বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত প্রাকৃতিক গ্যাসের ব্যবহার ৪ দশমিক ৬ শতাংশ বেড়েছে। রফতানিও একই হারে বেড়েছে। ইআইএর গবেষকরা বলেন, মে মাসে ওইসিডিভুক্ত দেশগুলোর প্রাকৃতিক গ্যাস রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এ সময় রফতানির পরিমাণ দাঁড়ায় ৬ কোটি ৫০ লাখ ঘনফুটে। রফতানি বৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র। ওইসিডিভুক্ত আমেরিকান অঞ্চলে এক বছরের ব্যবধানে প্রাকৃতিক গ্যাস রফতানি বেড়েছে ৩৪ দশমিক ৬ শতাংশ।

সানবিডি/এনজে