আইএস সন্দেহে ভারতে আটক ১৩ জন

প্রকাশ: ২০১৬-০১-২৩ ১৭:০৯:৪৩


isssssssss_99602জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হয়ে কাজ করছে সন্দেহে ১৩ জনকে আটক করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। গতকাল শুক্রবার দেশের বিভিন্ন জায়গা থেকে ১৪ জনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে ১৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

দেশটির প্রজাতন্ত্র দিবসের আগে বিদেশি পর্যটক ও পুলিশ সদস্যদের ওপর হামলা পরিকল্পনায় জড়িত অভিযাগে এসব সন্দেহভাজনকে আটক করা হলো। খবর টাইমস অব ইন্ডিয়ার।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, এর আগে আটক ব্যক্তিরা ইন্ডিয়ান মুজাহিদিনের হয়ে কাজ করত। পরে ইসলামিক স্টেটের হয়ে কাজ শুরু করে। জানুদ-উল-খালিফা-ই-হিন্দ নামে ভারতে কার্যক্রম চালিয়ে আসতো। এদের মধ্যে কম্পিউটার প্রোগ্রামার মুদাবীর মুস্তাক শেখ নামে একজনকে মুম্বাই থেকে আটক করা হয়। গোয়েন্দাদের দাবি, মুদাবীরই জানুদের প্রধান।

দিল্লি পুলিশ জানিয়েছে, মুদাবীরকে আটকে সময় তার কাছে থেকে নগদ ৩ লাখ টাকা পাওয়া গেছে। এছাড়া বেশ কিছু ল্যাপটপ, মোবাইল, জিহাদি পুস্তিকা ও ভিডিও জব্দ করা হয়েছে।

সানবিডি/ঢাকা/আহো