সাউথ বাংলার নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন মোহাম্মদ নাওয়াজ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৮-১৮ ০৯:২৫:৫৭


পুঁজিবাজারের তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ নাওয়াজ। গত সোমবার ব্যাংক পর্ষদের ১২৪তম সভায় এ সিদ্ধান্ত হয়।

যুক্তরাজ্য থেকে রসায়নে পোস্ট ডক্টরেট অর্জন করেছেন তিনি। এনওয়াই ট্রেডিং (ট্রেক হোল্ডার), ফেমাস গ্রুপ অব কোম্পানিজ, ফেমাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং (ফেমাসপ্যাক), ফেমাস ইবারকেম ফ্লেভারস অ্যান্ড ফ্রেগ্রেন্স ও ফেমাস পারফিউমারি সাপ্লাইয়ার্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাওয়াজ।

তিনি ইডেন মাল্টিকেয়ার হাসপাতালের পরিচালক এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য। মোহাম্মদ নাওয়াজ বাংলাদেশে ক্যারিবিয়ান রিপাবলিক অব গ্রানাডার অনারারি কনস্যুলার (প্রস্তাবিত)। ব্যবসা ছাড়াও তিনি বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকা-, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য পরিচিত।