চলতি মৌসুমে ৫১ লাখ টন চিনি রফতানি ভারতের

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-১৮ ১৪:০৫:৩৪


ভারতের ২০২০-২১ চিনি বিপণন মৌসুম শেষ হবে আগামী সেপ্টেম্বরে।দেশটি চলতি মৌসুমের সাত মাসে ৫১ লাখ ১০ হাজার টন চিনি রফতানি করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি চিনি রফতানি হয়েছে ইন্দোনেশিয়ায়। অল ইন্ডিয়া সুগার অ্যাসোসিয়েশন (এআইএসটিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এই প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ২ লাখ ২ হাজার ৫২১ টন চিনি রফতানি গন্তব্যের উদ্দেশে বন্দর ছেড়ে যাওয়ার অপেক্ষায় আছে। এছাড়া ৬ লাখ ৭৮ হাজার ২৩৭ টন চিনি বন্দরভিত্তিক পরিশোধকদের কাছে সরবরাহের লক্ষ্যে বন্দর ছেড়ে গেছে। সরকারি সহায়তা ছাড়াই ওপেন জেনারেল লাইসেন্সের অধীনে অতিরিক্ত আরো আট লাখ টন চিনি রফতানির চুক্তি করেছে বিভিন্ন মিল।

এ ব্যাপারে এআইএসটিএর দেয়া তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত ভারতের চিনিকলগুলো ৫১ লাখ ১০ হাজার টন চিনি রফতানি করে। এর মধ্যে শুধু ইন্দোনেশিয়াতেই রফতানি হয় ১৬ লাখ ৯০ হাজার টন। দ্বিতীয় সর্বোচ্চ চিনি রফতানি হয় আফগানিস্তানে। দেশটিতে ভারত ৬ লাখ ২৩ হাজার ৯৬৭ টন চিনি রফতানি করেছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে রফতানি হয়েছে ৪ লাখ ৬০ হাজার ৮১৬ টন। শ্রীলংকায় রফতানির পরিমাণ ৩ লাখ ৭৮ হাজার ২৮০ টন।

সানবিডি/এনজে