বাংলাদেশ থেকে এগিয়ে স্কটল্যান্ড!!
আপডেট: ২০১৬-০১-২৩ ১৮:৫১:২৭

টি-টোয়েন্টিতে বাংলাদেশের চেয়ে ভালো খেলছে স্কটল্যান্ড। তার প্রমাণ আইসিসি র্যাংকিং। এখানে বাংলাদেশ স্কটল্যান্ডের নিচে! জিম্বাবুয়ের বিপক্ষে ২-২ ব্যবধানে সিরিজ ড্র করায় এমন অবনমন হয়েছে মাশরাফি বাহিনীর। টি-টোয়েন্টিতে হাথুরুসিংহের ছেলেদের অবস্থান এখন ১১ নম্বরে।
সিরিজ শুরুর আগে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ছিল দশে। চার ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে জিতে সিরিজ জয়ের পথেও ছিল বাংলাদেশ। কিন্তু হেরে বসে শেষ দুই ম্যাচে। তাতে সিরিজ হয়েছে ২-২ এ ড্র আর র্যাঙ্কিংয়ে হারাতে হয়েছে ৫ রেটিং পয়েন্ট।
বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৬৪। ৬৬ পয়েন্ট নিয়ে দশে স্কটল্যান্ড। সিরিজ ড্র করেও অবশ্য র্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি জিম্বাবুয়ের। আগের মতোই ১৪ নম্বরে আছে তারা, তবে যোগ হয়েছে তাদের ৪ রেটিং পয়েন্ট।
যথারীতি র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার সমান ১১৮ পয়েন্ট নিয়েও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে ক্যারিবিয়ানরা। তবে ভারতের বিপক্ষে আসছে টি-টোয়েন্টি সিরিজ যে কোনো ব্যবধানে জিতলেই শীর্ষে উঠে যাবে অস্ট্রেলিয়া।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












