চীনের ইস্পাত উৎপাদন ৮ শতাংশ হ্রাস পেয়েছে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-১৯ ১৪:২৩:০০


চীনে অপরিশোধিত ইস্পাত উৎপাদনের পরিমান ৮ শতাংশ হ্রাস পেয়েছে। গত বছরের এপ্রিলের পর সর্বনিম্ন উৎপাদন হয়েছে চলতি বছরের জুলাইয়ে। গত বছরের তুলনায় উৎপাদন অপরিবর্তিত রাখতে জোর প্রচেষ্টা চালাচ্ছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে মাসভিত্তিক উৎপাদন সীমিত করা হচ্ছে। খবর রয়টার্স।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে বেইজিংয়ের। এ লক্ষ্যে চলতি বছর ধাতব পণ্য, বিশেষ করে ইস্পাত উৎপাদনে নিয়ন্ত্রণ আরোপ করেছে চীনের সরকার।

চীন গত মাসে সব মিলিয়ে মিলিয়ে ৮ কোটি ৬৭ লাখ ৯০ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করে। জুনের তুলনায় উৎপাদন ৭ দশমিক ৬ শতাংশ কমেছে। গত বছরের জুলাইয়ে উৎপাদনের পরিমাণ ছিল ৯ কোটি ৩৩ লাখ ৬০ হাজার টন। এক বছরের ব্যবধানে উৎপাদন ৮ দশমিক ৪ শতাংশ হ্রাস পেয়েছে। চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (এনবিএস) সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সানবিডি/এনজে