সাধারণ বিমা করপোরেশনের ৪৭ কর্মকর্তার পদোন্নতি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৮-১৯ ১৮:০১:২৫
রাষ্ট্রীয় মালিকানাধীন নন-লাইফ বিমা প্রতিষ্ঠান সাধারণ বিমা করপোরেশনের তিন পদে ৪৭ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির মানবসম্পদ কমিটির ১৫৩তম সভার অনুমোদনক্রমে তাদের পদোন্নতি দেয়া হয়। গত ১১ আগস্ট এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে করপোরেশন।
পদোন্নতি প্রাপ্তদের মধ্যে রয়েছেন ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) পদে একজন, এসিসট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) পদে ৮ জন এবং ম্যানেজার পদে ৩৮ জন। সাধারণ বিমা করপোরেশনের এসব কর্মকর্তার বেশিরভাগের পদোন্নতি কার্যকর শুরু করা হয়েছে ২০২০ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি।
সাধারণ বিমা করপোরেশনের এসিসট্যান্ট জেনারেল ম্যানেজার মো. নাজিম উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ অনুসারে ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) হিসেবে পদোন্নতি পেয়েছেন ঢাকা জোনের সাহানা গণি। ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি থেকে তার পদোন্নতি স্থায়ীকরণ করা হয়েছে।
এজিএম হিসেবে পদোন্নতি প্রাপ্তরা হলেন- আবুল ফজল মোহাম্মদ শাহজালাল (প্রধান কার্যালয়), মো. আবদুল মতিন (ঢাকা জোন), মোহাম্মদ শাহিনুজ্জামান প্রধান কার্যালয়), মো. ইব্রাহিম (প্রধান কার্যালয়), নাহিদ আজিজ (প্রধান কার্যালয়), শামীমা সুলতানা (প্রধান কার্যালয়), মো. নাজিম উদ্দিন (প্রধান কার্যালয়) এবং সৈয়দ দৌলত মোর্শেদ (প্রধান কার্যালয়) ।
ম্যানেজার হিসেবে পদোন্নতি প্রাপ্তরা হলেন- শান্তনু কুমার দে (সিলেট), আবদুল্লাহ মো. কাওছার (ঢাকা জোন), আবদুল হাকিম (ঢাকা জোন), রফিকুল ইসলাম (ঢাকা জোন), মো দিদারুল ইসলাম (নারায়নগঞ্জ), মোহাম্মদ মাহফুজুর রহমান (প্রধান কার্যালয়), মো. রুহুল আমিন (প্রধান কার্যালয়), মোহাম্মদ জাহিদুল ইসলাম (খুলনা), খন্দকার মিলানুর রহমান (ঢাকা জোন), মো. কবিরুল ইসলাম (ঢাকা জোন), বিপ্লব দাস (প্রধান কার্যালয়), আব্দুল ওয়াহেদ মোল্লা (প্রধান কার্যালয়),
মোহাম্মদ মাসুম হোসেন খান (প্রধান কার্যালয়), শামীমা শারমিন চৌধুরী (ঢাকা জোন), রুমা আফরোজা (ঢাকা জোন), তৌহিদ উদ্দিন মো. সোহেল (ঢাকা জোন), মো. শামীম হোসেন রিপন কুমার সাহা (ঢাকা জোন), মো. গোলাম মোস্তফা (প্রধান কার্যালয়), মোহাম্মদ মনিরুল ইসলাম (প্রধান কার্যালয়), মো. শাহজাহান (চট্টগ্রাম), মোহাম্মদ রুহুল আমিন (ঢাকা জোন), এএসএম ফয়জুল কোবীর (রাজশাহী), ইসরাত জাহান (প্রধান কার্যালয়), মো. নুর ইসলাম ওয়াহেদী (রাজশাহী),
মোহাম্মদ এনামুল কোরিম (প্রধান কার্যালয়), মো. আমির হোসেন মিয়া (বিআইএসডিপি), মো. আরিফুর রহমান খান (নারায়ণগঞ্জ), মো. শহিদুজ্জামান (ঢাকা জোন), রওশন আরা বেগম (প্রধান কার্যালয়), মো. হামিদুর রহমান (ঢাকা জোন), সর্দার মো. আনিসুর রহমান (প্রধান কার্যালয়), ইয়াসমিন (ঢাকা জোন), মেহের-উন-নেছা (ঢাকা জোন), মো. মনজুর মোর্শেদ (ঢাকা জোন), আবু তাহের (ঢাকা জোন), আব্দুল করিম (প্রধান কার্যালয়) এবং আবদুল আউয়াল (ঢাকা জোন) ।
সানবিডি/ এন/আই