
চলে গেলেন সত্তরের দশকে ঢাকার ফুটবলে মাঠ মাতানো মিডফিল্ডার বিকাশ চৌধুরী বাচ্চু। শনিবার (২১ আগস্ট) সকালে মানিকগঞ্জের মুন্নু সিটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮।
কিছু দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ওয়ারি ক্লাবের হয়ে ঢাকার ফুটবলে নিজেকে চেনানো বিকাশ চৌধুরী বাচ্চু। পরে করোনা থেকে সেরে উঠলেও ব্রেইন স্ট্রোক করে পরপারে পাড়ি জমালেন তিনি।
বিকাশ চৌধুরী বাচ্চুর ছেলে দেব চৌধুরী খবরটি নিশ্চিত করেছেন। দেব চৌধুরী নিজেও সিনিয়র ক্রীড়া সাংবাদিক। তিনি জানিয়েছেন, আজ বেলা সাড়ে ১২টায় শিববাড়ি শ্মশানে তার বাবার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
ছাত্রজীবনে হকি ও অ্যাথলেটিকসে ঝোঁক থাকলেও, বড় হওয়ার পর ফুটবলেই মন দিয়েছিলেন বিকাশ চৌধুরী বাচ্চু। বড় ভাই তপন চৌধুরীর সঙ্গে যোগ দিয়েছিলেন মহান মুক্তিযুদ্ধে। সেই লড়াইয়ে হারিয়েছেন বড় ভাইকে। এর আগে ঘাতকদের গুলিতে প্রাণ হারান তার মা-ও।
বড় ভাইয়ের হাত ধরেই তিনি নাম লিখিয়েছিলেন ওয়ারি ক্লাবে। তার খেলা দেখে আবাহনী-মোহামেডানের মতো ক্লাবগুলো দলে নিতে চাইলেও, ভাইয়ের স্মরণে খেলোয়াড়ি জীবনের শেষ দিন পর্যন্ত ওয়ারিতেই খেলেছেন বিকাশ চৌধুরী বাচ্চু।
সানবিডি/ এন/ আই