অ্যালুমিনিয়ামের দাম বেড়ে ১৩ বছরের সর্বোচ্চে

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৮-২১ ১৪:৪০:০৫


সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে বেড়েছে (এসএফই)অ্যালুমিনিয়ামের দাম। মঙ্গলবার ব্যবহারিক ধাতুটির দাম বেড়ে ১৩ বছরের সর্বোচ্চে পৌঁছেছে। বিশ্বের শীর্ষ অ্যালুমিনিয়াম উৎপাদক দেশ চীনে বিদ্যুৎ ঘাটতি রোধে ধাতুটির উৎপাদন সীমিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে সরবরাহ ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। মূলত এ কারণেই অ্যালুমিনিয়ামের দামে উল্লম্ফন দেখা দিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

এসএফইতে সর্বাধিক লেনদেনযোগ্য অ্যালুমিনিয়ামের সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিমূল্য ১ দশমিক ৬ শতাংশেরও বেশি বেড়েছে। প্রতি টন অ্যালুমিনিয়ামের দাম উঠেছে ২০ হাজার ৫৭৫ ইউয়ান বা ৩ হাজার ১৭৫ ডলার ৭৪ সেন্ট পর্যন্ত।

সানবিডি/এনজে