হিলিতে ফের অস্থিতিশীল পেঁয়াজের বাজার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-২২ ১৪:১১:২৩

দিনাজপুরের হিলি স্থলবন্দরে ফের অস্থিতিশীল হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। আমদানি কমে যাওয়ায় একদিনের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে। এতে বিপাকে পড়েছেন বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা। হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এ ব্যাপারে জানা যায়, দেশের বাজারে পেঁয়াজের চাহিদা কিছুটা কম থাকায় লোকসান গুনতে হচ্ছে আমদানিকারকদের। ফলে সম্প্রতি তারা পেঁয়াজ আমদানি কমিয়ে দিয়েছেন। ফলে সরবরাহ হ্রাসের আশঙ্কা দেখা দিয়েছে। মূলত এ কারণেই বেড়েছে পণ্যটির দাম। আমদানীকৃত পেঁয়াজের পাইকারি দাম কেজিতে ৩ টাকা করে বেড়েছে। একদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ২৬-৩২ টাকা দরে বিক্রি হয়েছিল। বর্তমানে দাম বেড়ে এসব পেঁয়াজ ২৯-৩২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













