হিলিতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৮-২৩ ১৬:৩২:৪১

সম্প্রতি দেশের বাজারে হঠাৎ করে কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ায় পণ্যটির দাম বেড়ে ডাবল সেঞ্চুরি হাকে। এমন অবস্থায় দাম নিয়ন্ত্রনে ভারত থেকে কাচামরিচ আমদানির অনুমতি দেয় সরকার।হিলিসহ বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হলে দেশের বাজারে পণ্যটির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করে। বর্তমানে প্রতিকেজি কাচামরিচ আমদানিতে বন্দর পর্যন্ত পৌছতে ৭৫-৭৬টাকা পড়লেও বাজারে দেশীয় কাচামরিচ ৬০-৭০টাকা বিক্রি হচ্ছে । এতে কাঁচা মরিচ আমদানিতে লোকশান হওয়ায় বন্দর দিয়ে কাচামরিচ বন্ধ রেখেছেন আমদানিকারকরা।
এ ব্যাপারে হিলি স্থলবন্দর কার্যালয় সুত্রে জানা গেছে, দেশের বাজারে কাঁচামরিচের দাম ব্যাপক হারে বেড়ে গেলে দীর্ঘ ৮মাস বন্ধের পর বন্দর দিয়ে চলতি আগষ্ট মাসের ১৪তারিখে দুটি ট্রাকে ২৩ হাজার ৫৬২কেজি কাচামরিচ আমদানির মধ্য দিয়ে বন্দর দিয়ে পুনরায় কাঁচামরিচ আমদানি শুরু হয়। ১৬ আগষ্ট বন্দর দিয়ে ১টি ট্রাকে ১৩ হাজার ২২৪কেজি কাঁচামরিচ আমদানি হয়। দেশের বাজারে দাম কমে যাওয়ায় কিন্তু এর পর থেকে বন্দর দিয়ে আবারো কাঁচামরিচ আমদানি বন্ধ রয়েছে ।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













