আ.লীগ নেতা সাইদুল ইসলাম খানের মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৮-২৩ ১৬:৪৭:৫৫
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাইদুল ইসলাম খান পল মারা গেছেন। সোমবার (২৩ আগস্ট) রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তিনি বিভিন্ন জটিল রোগে অসুস্থ ছিলেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এক শোক বার্তায় এ তথ্য জানান।
তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
এদিকে সাইদুল ইসলাম খান পলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিবৃতিতে তিনি মরহুম সাইদুল ইসলাম পলের পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অপরদিকে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাইদুল ইসলাম খান পলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক এই সভাপতির প্রথম জানাজা বেলা ১১টায় এলিফ্যান্ট রোড স্টাফ কোয়ার্টার জামে মসজিদে ও দুপুর ১২টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। এরপর ঢাকা কলেজ মসজিদে জানাজা শেষে তার মরদেহ সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ এশা সিরাজগঞ্জের রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হবে।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হুমায়ুন কবির।
সুত্র- বাসস
সানবিডি/ এন/আই