নিতাইগঞ্জে বাড়তির দিকে সয়াবিন তেল ও চিনির দাম

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৮-২৪ ১৪:৩৫:০৩


নারায়ণগঞ্জের বৃহত্তম ভোগ্যপণ্যের পাইকারি বাজার নিতাইগঞ্জে বাড়তির দিকে তেল চিনির বাজার।গত এক মাসের ব্যবধানে দুটি পণ্যের দাম কেজিপ্রতি বেড়েছে ৫-৮ টাকা। সে হিসাবে প্রতি বস্তা চিনির (৫০ কেজি) দাম ৪০০ টাকা এবং প্রতি মণ সয়াবিনের দাম ২০০ টাকা বেড়েছে। দাম বৃদ্ধি পাওয়ায় পণ্য দুটি কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।

এ ব্যাপারে ব্যবসায়ীরা বলছেন, দুটি পণ্যই আন্তর্জাতিক বাজার থেকে কাঁচামাল এনে উৎপাদন করতে হয়। আন্তর্জাতিক বাজারে পণ্য দুটির দাম বাড়তি থাকায় দেশের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। মিল মালিকরা কাঁচামাল আমদানি করে তাদের মিলে উৎপাদনের পর মিল গেট থেকে যে মূল্য নির্ধারণ করে দিচ্ছেন, পাইকারি বাজারের ক্রেতারা সেই মূল্যে ডিও কিনে বাজারে বেচাকেনা করছেন।

সানবিডি/এনজে