

কিরগিজস্তানে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের জাতীয় ফুটবল দল ঘোষণা করেছেন জেমি ডে। আগেই জানা গিয়েছিল, এই দলে আছেন কানাডা প্রবাসী রাহবার ওয়াহেদ খান ও ফ্রান্স প্রবাসী নায়েব মো. তাহমিদ ইসলাম।
বাকি ২১ জনের মধ্যে চমক বলতে উত্তর বারিধারার গোলরক্ষক মিতুল মারমা। তিন গোলরক্ষকের মধ্যে অন্য দুইজন-আবাহনীর শহিদুল আলম সোহেল ও বসুন্ধরা কিংসের আনিসুর রহমান জিকো।
এর আগে জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলেও পাসপোর্ট সমস্যায় ছিটকে যেতে হয়েছিল শেখ জামালের ডিফেন্ডার রেজাউল করিমকে। এবার তাকে ২৩ সদস্যের দলে নিয়েছেন জেমি ডে। এর বাইরে উল্লেখযোগ্য নাম বলতে মোহামেডানের ডিফেন্ডার আতিকুজ্জামান আতিক।
কিরগিজস্তান সফরের জন্য জাতীয় ফুটবল দল
গোলরক্ষক : আনিসুর রহমান জিকো, শহীদুল আলম সোহেল ও মিতুল মারমা।
ডিফেন্ডার : বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, তপু বর্মন, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, মেহেদী হাসান, মোহাম্মদ আতিকুজ্জামান।
মিডফিল্ডার : মাসুক মিয়া জনি, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সাদ উদ্দিন, রাকিব হোসেন, নায়েব মো. তাহমিদ ইসলাম।
ফরোয়ার্ড : বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, রাহবার ওয়াহেদ খান।
সানবিডি/ এন/আই