না ফেরার দেশে চলে গেলেন কে এম আর মঞ্জুর
প্রকাশ: ২০১৬-০১-২৪ ১৫:২৮:৩৬

পৃথিবীর মায়া ত্যাগ করে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সভাপতি কে এম আর মঞ্জুর। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শনিবার রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চলচ্চিত্র নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার বাদ জোহর বিএফডিসিতে কে এম আর মঞ্জুরের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
চলচ্চিত্র প্রযোজক হিসেবে তার প্রতিষ্ঠান থেকে নির্মিত হয়েছে ‘দাঙ্গা’, ‘সিপাহি’, ‘আমার প্রেম আমার অহংকার’ প্রভৃতি চলচ্চিত্র। প্রযোজক হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। বাংলাদেশ ফিল্ম ক্লাবে তিনবারের সভাপতি ছিলেন কে এম আর মঞ্জুর।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













