
মহামারি করোনাসহ নানামুখী সংকটে চাল রফতানিতে পিছিয়ে পড়েছে ভারত। চলতি অর্থবছর দেশটির চাল রফতানি ধসের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বাজারসংশ্লিষ্টরা। বিশ্লেষকরা বলছেন, এ বছর ভারতের চাল রফতানি কমে ১ কোটি ২০ লাখ টনে নেমে আসতে পারে। খবর দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।
মহামারির প্রকোপের কারণে ক্রমেই বাড়ছে চাল জাহাজীকরণ ব্যয়। রয়েছে কনটেইনারের অপ্রতুলতা। পাশাপাশি ভারতের চাল রফতানি বাজারকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে ফেলেছে প্রতিযোগী দেশগুলোতে চালের নিম্নমুখী দাম।
এ ব্যাপারে বাজার বিশ্লেষকরা বলেন, বর্তমানে ভিয়েতনাম, থাইল্যান্ড ও পাকিস্তানে চালের দাম তুলনামূলকভাবে কম। ফলে আমদানিকারক দেশগুলো এসব দেশ থেকে চাল আমদানি বাড়াতে আগ্রহী হয়ে উঠছে। এতে করে ২০২১-২২ অর্থবছরে ভারতের চাল রফতানিতে ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে।
সানবিডি/এনজে