ফের অস্বাভাবিক হারে বেড়েছে রড-অ্যাঙ্গেল-প্লেটের দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-২৫ ২০:৪৩:১০


দেশে করোনা পরিস্থিতিতে নির্মাণসামগ্রীর প্রধান উপকরণ রডের দাম ফের অস্বাভাবিক হারে বেড়েছে। দফায় দফায় বেড়ে এ পণ্যের দাম এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রতি টন রড বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ হাজার টাকায়। অতিপ্রয়োজনীয় এই পণ্যটির ‍দাম  অস্বাভাবিক ভা্বে বেড়ে যাওয়ায় চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে সাধারণ ক্রেতা ও খুচরা বিক্রেতাদের মধ্যে। ক্রেতারা বলছেন, কঠোর বিধিনিষেধের মধ্যেই সিন্ডিকেট করে রডের দাম বাড়ানো হয়েছে। খুচরা বিক্রেতারা বলছেন, কী কারণে দাম বেড়েছে তা জানেন না তারা। লকডাউনের পর দোকান খোলার সঙ্গে সঙ্গে রডের বাড়তি দাম দেখা যাচ্ছে।

করোনা প্রকোপের মধ্যে লকডাউনে দোকান বন্ধ ও অন্যান্য কার্যালয়ের কার্যক্রম অল্প সংখ্যক কর্মী দিয়ে পরিচালিত হওয়ায় অনেকটা নীরবে রডের দাম বাড়তে থাকে। যে রডের দাম তিন মাস আগে ছিল ৫০ থেকে ৫৫ হাজার টাকা টন, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ থেকে ৮০ হাজার টাকায়।

দেশে রডের সঙ্গে পাল্লা দিয়ে দাম বেড়েছে মোটা প্লেট, পাতলা প্লেট ও অ্যাঙ্গেলের। তিন মাস আগে মোটা প্লেটের টন বিক্রি হয়েছে ৬৫ হাজারে, এখন তা ৫০ হাজার টাকা বেড়ে বিক্রি হচ্ছে এক লাখ ১৫ হাজার টাকায়। পাতলা প্লেট ৮৫ হাজার টাকা টন বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে এক লাখ ৪৫ হাজার টাকায়। টনপ্রতি ২০ হাজার টাকা বেড়েছে অ্যাঙ্গেলের। এক টন অ্যাঙ্গেল ৫৭ হাজার টাকায় বিক্রি হয়েছিল মাস তিনেক আগে, এখন তা প্রায় ২০ হাজার টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৫-৮০ হাজার টাকায়।

সানবিডি/এনজে