থাই উপকূলে মালয়েশিয়া নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ
প্রকাশ: ২০১৬-০১-২৪ ১৬:১৭:৪২

থাই কর্তৃপক্ষ বলছে, দেশের দক্ষিণাঞ্চরীয় উপকূলে ‘বিমানের যে ধ্বংসাবশেষ’ খুঁজে পাওয়া গেছে সম্ভবত সেটি মালয়েশিয়ার নিখোঁজ বিমান এমএইচ-৩৭০য়ের। তবে এতে সন্দেহ প্রকাশ করেছে কুয়ালালামপুর। তবে ওই বস্তুটি যাচাই করে দেখতে রাজি হয়েছে মালয়েশিয়া।
মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী লাইউ টাইয়ং লাই রোববার বলেছেন, থাইল্যান্ডের খুঁজে পাওয়া বস্তুটি যাচাই করে দেখা সম্ভব হয়নি। হতে পারে এটি কেবলই গুজব। ঘটনার সত্যতা যাচাই করে দেখতে তিনি দেশের বিমান পরিবহন দপ্তরকে থাই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ওই মন্ত্রী দেশের জনগণকে কোনো রকম সত্যতা যাচাই করা ছাড়া এ ধরনের খবরে কান না দেয়ারও অনুরোধ করেছেন। কেননা তার মতে, এ ধরনের খবরে নিখোঁজ যাত্রীদের পরিবারগুলোর শুধু শুধুই কষ্ট বাড়ে।
শনিবার থাই সংবাদ মাধ্যমগুলো জানায়, দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূল নাখোন সি থাম্মারাতে গ্রামবাসীরা দুই মিটার চওড়া ও তিন মিটার লম্বা একটি বস্তু খুঁজে পেয়েছে। তাদের ধারণা, ওই বস্তুটি মালয়েশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ। ২০১৪ সালের মার্চে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়েছিল এমএইচ ৩৭০ বিমানটি। এরপর অনেক অনুসন্ধানের পরও এর কোনো খোঁজ পাওয়া যায়নি।
এর আগে মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী লাইউ টাইয়ং লাই গতবছরের আগস্টে ভারত মহাসাগরের রিইউনিয়ন দ্বীপে বিমানের পাখার যে অংশ পাওয়া গিয়েছিল, তা বোয়িং৭৭৭ উড়োজাহাজের অংশ বলে নিশ্চিত করেছিলেন।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













