হিলিতে কেজিতে ৬ টাকা বেড়েছে চিনির দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-২৬ ১৪:৩৫:৪৬

দিনাজপুরের হিলি স্থলবন্দরে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে খোলা চিনি ও ভোজ্যতেলের দাম। সরবরাহ কম থাকায় পণ্য দুটির মূল্য বৃদ্ধি পাচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।
হিলির ভোগ্যপণ্যের বাজারে প্রতি কেজি খোলা চিনির দাম ৬ টাকা করে বেড়েছে। তবে মোড়কজাত চিনির দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে খোলা তেলের দাম কেজিতে ৩ টাকা করে বেড়েছে। হঠাৎ করে পণ্য দুটির মূল্য বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ভোক্তারা।
হিলি বাজারে দেখা যায়, প্রতিটি দোকানেই বাড়তি দামে চিনি বিক্রি হচ্ছে।
এক সপ্তাহ আগেও প্রতি কেজি খোলা চিনি ৭২ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। বর্তমানে দাম বেড়ে প্রতি কেজি চিনি ৭৮ টাকায় বিক্রি হচ্ছে। খোলা সয়াবিন তেল আগে প্রতি লিটার ১৩২ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ১৩৫-১৩৬ টাকায়।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













