ইস্পাতের বৈশ্বিক উৎপাদন বেড়েছে ১২ দশমিক ৪ শতাংশ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-২৬ ১৪:৪৫:২৫


বৈশ্বিক অপরিশোধিত ইস্পাতের ক্রমবর্ধমান উৎপাদন বিশ্ব অর্থনীতির জন্য সুখবর বয়ে আনছে। এ নিয়ে টানা সাত মাসের মতো ব্যবহারিক ধাতুটির বৈশ্বিক উৎপাদনে প্রবৃদ্ধি এসেছে। জুলাইয়ে ধাতুটির উৎপাদন ৩ দশমিক ৩ শতাংশ এবং বছরের প্রথম সাত মাসে ১২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের (ডব্লিউএসএ) মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক বাজারে ইস্পাতের চাহিদা পাল্লা দিয়ে বাড়ছে। ডব্লিউএসএর এপ্রিলে প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য বলছে, চলতি বছর বিশ্বজুড়ে ইস্পাতের চাহিদা ৫ দশমিক ৮ শতাংশ বাড়বে। বার্ষিক চাহিদার পরিমাণ দাঁড়াবে ১৮৭ কোটি ৪০ লাখ টনে। আগামী বছর এ চাহিদা আরো বেড়ে ১৯২ কোটি ৪৬ লাখ টনে পৌঁছবে। চাহিদার এমন ঊর্ধ্বমুখিতায় চাঙ্গা হয়ে উঠছে ধাতব পণ্যটির বাজার। ফলে বাড়ছে বৈশ্বিক উৎপাদন।

সানবিডি/এনজে