চার বছরের আর্থিক বিবরণী অনুমোদন বিসিবির
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৮-২৬ ১৬:৪৮:৫০

দীর্ঘ ৪ বছর পর এজিএম আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চলমান পরিচালনা পর্ষদ। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় হোটেল রেডিসনে অনুষ্ঠিত হয়েছে এই এজিএম। সেখানে কাউন্সিলরদের সম্মতিক্রমে তিন বছরের আর্থিক বিবরণীর অনুমোদন দেওয়া হয়েছে। সেই সঙ্গে ২০২০-২১ অর্থবছরের বাজেটও অনুমোদন করা হয় এজিএমে।
বোর্ডের দশম সভা শেষে এজিএমের তারিখ ২৭ জুলাই নির্ধারণ করা হলেও করোনার কারণে তা পিছিয়ে যায়। এজিএমে অংশ নিয়েছেন ১২০ জন কাউন্সিলর। এতে সভাপতিত্ব করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
বৃহস্পতিবারের এজিএমে গত চার বছরে বিসিবির কর্মকাণ্ড, সাফল্য নিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) ১৬ পৃষ্ঠার প্রতিবেদন এবং প্রধান অর্থ কর্মকর্তার ৮ পৃষ্ঠার হিসাব বিবরণী পড়া হয়। সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেছেন, ‘সর্বসম্মতিক্রমে আমরা সব এজেন্ডা অনুমোদন করেছি। এজিএমে গত চার বছরের সাফল্যগুলো তুলে ধরা হয়েছে। এছাড়া বিভিন্ন ভেন্যুতে অবকাঠামোগত উন্নয়নের ব্যবস্থা করেছি। জাতীয় দলের পাইপলাইন তৈরি করতে কার্যকর ভূমিকা রেখেছে বর্তমান কমিটি। সব মিলিয়ে আমরা ইতিবাচক সময় পার করেছি।’
বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন আরও বলেছেন, ‘বিগত চার বছরে মাঠের সাফল্য আমাদের প্রশংসায় ভাসিয়েছে। আমাদের কার্যক্রমে সবাই খুশি। এখন ছেলেদের জাতীয় দলে অনেক খেলোয়াড়। তারা ধারাবাহিক সাফল্য পাচ্ছে। মেয়েরা এশিয়া কাপ জিতেছে। ছেলেরা ত্রিদেশীয় সিরিজ জিতেছে। তবে সবকিছুর ঊর্ধ্বে বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়।’
২০০০ সালের অক্টোবরে কক্সবাজারে অনুষ্ঠিত এজিএমে আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠনের তাগিদ দেওয়া হলেও গত ২১ বছরে তার অগ্রগতি হয়নি। তবে এবারের এজিএমে আবারও আশ্বাস দেওয়া হয়েছে, অতি দ্রুত আঞ্চলিক ক্রিকেট সংস্থা বাস্তবায়ন করা হবে।
আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠন করতে না পারায় সমালোচিত হয়েছে বোর্ড। তবে বোর্ড সভাপতি আশ্বস্ত করে বললেন, ‘আমরা পাইলট প্রকল্প হিসেবে চট্টগ্রাম ও সিলেটে আঞ্চলিক ক্রিকেট কার্যক্রম শুরু করেছি। পুরোপুরি করতে পারিনি, সেটা আমাদের ব্যর্থতা। তবে আমরা বিভিন্ন জেলায় এ কার্যক্রম শুরু করবো। তবে অনেক জটিলতা রয়েছে। দুই জায়গায় করতে পেরেছি। সেই অভিজ্ঞতা সামনে কাজে লাগিয়ে সারাদেশে আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠন করবো।’
গত চার বছরের মধ্যে বিসিবি একবারও এজিএম করতে পারেনি। জমে যাওয়া ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থবছরের অডিট রিপোর্ট বৃহস্পতিবার এজিএমে অনুমোদিত হয়েছে। জানা গেছে, গত তিন অর্থবছরে বিসিবি খরচ করেছে ৬৯২ কোটি, ৮৯ লাখ, ১৮ হাজার ৪৮০ টাকা। প্রধান অর্থ কর্মকর্তার প্রতিবেদনে ২০২০-২১ অর্থবছরে খরচ হয়েছে ২০৩ কোটি ৬৮ লাখ ১১ হাজার ৭২৬ টাকা। এটা এজিএমে অনুমোদন করিয়ে নিয়েছে বিসিবি। সব মিলিয়ে অঙ্কটা দাঁড়িয়েছে ৮৯৬ কোটি ৫৭ লাখ ৩০ হাজার ২০৬ টাকা।
এএ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












