তামার বৈশ্বিক উত্তোলন বেড়েছে ৫ শতাংশ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-২৮ ১৪:০৯:০৯


জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে কার্বন নিঃসরণ হ্রাসে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির যুগে প্রবেশ করছে আধুনিক বিশ্ব। অপরিশোধিত জ্বালানি, প্রাকৃতিক গ্যাস কিংবা কয়লা; এসব দূষিত জ্বালানির বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে সৌর, জল ও বায়ুবিদ্যুৎ। আগামী কয়েক দশকের মধ্যে পেট্রল কিংবা ডিজেলচালিত যানবাহনের জায়গা দখল করে নেবে ব্যাটারিচালিত বৈদ্যুতিক গাড়ি। পরিবেশবান্ধব নবায়নযোগ্য এসব জ্বালানি উৎপাদনে বিশ্ববাজারে বাড়ছে তামার চাহিদা। ক্রমবর্ধমান চাহিদায় সাড়া দিতে বিশ্বজুড়ে ব্যবহারিক ধাতুটির উত্তোলন বৃদ্ধি পাচ্ছে।

এ বিষয়ে ইন্টারন্যাশনাল কপার স্টাডি গ্রুপ (আইসিএসজি) সম্প্রতি এক প্রতিবেদনে জানায়, চলতি বছরের প্রথম পাঁচ মাসে তামার বৈশ্বিক উত্তোলন ৪ দশমিক ৮ শতাংশ বেড়েছে। কনসেনট্রেট (তামা উৎপাদনের কাঁচামাল) উত্তোলন বেড়েছে ৬ দশমিক ৫ শতাংশ। তবে সলভেন্ট এক্সট্র্যাকশন-ইলেকট্রোওয়াইনিং ২ শতাংশ কমে গেছে।

সানবিডি/এনজে