ভারত থেকে আরও ২০০ মে. টন তরল অক্সিজেন আমদানি

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৮-২৮ ১৯:২৭:৫৯


সিঅ্যান্ডএফ এজেন্ট সারথী এন্টারপ্রাইজ প্রয়োজনীয় নথি কাস্টমস হাউসে জমা দেয়। গত রাতে বিশেষ ট্রেন অক্সিজেন এক্সপ্রেস বেনাপোল স্থলবন্দরের রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে।

মোট ১৩টি চালানে এ পর্যন্ত রেল পথে ভারত থেকে দুই হাজার ৬১৬ মেট্রিক টন তরল অক্সিজেন আমদানি হলো।

বন্দর সূত্র জানিয়েছে, কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে অক্সিজেন এক্সপ্রেসটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশনে পৌঁছাবে। সেখান থেকে ঢাকায় নেওয়া হবে।

বেনাপোল রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুর রহমান জানিয়েছেন, গত ২৪ জুলাই থেকে রেলযোগে অক্সিজেন আমদানি শুরু হয়। সর্বশেষ ২৭ আগস্ট ২০০ মেট্রিক টন অক্সিজেন আমদানি করা হয়।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. আজিজুর রহমান জানান, সরকারি রাজস্ব পরিশোধ সাপেক্ষে তরল অক্সিজেনের চালানটি দ্রুততম সময়ে খালাসের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সানবিডি/ এন/ আই