বিড়াল উদ্ধার করে ১২ লাখ টাকা পুরস্কার পেলেন ৪ প্রবাসী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-৩০ ১৩:০৩:৫১
গত সপ্তাহে দুবাইয়ে ভাইরাল বিড়াল উদ্ধারের ভিডিও দেখে চারজন প্রবাসী সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদের কাছ থেকে প্রত্যেকে ৫০ হাজার দিরহাম (প্রায় ১২ লাখ টাকা) পান।
দুবাইয়ের চারজন বাসিন্দা, যারা গর্ভবতী বিড়ালের দ্বিতীয়তলার বারান্দা থেকে পড়ে যাওয়ার সময় তার জীবন বাঁচানোর পর ভাইরাল হয়েছিল- তারা দুবাই শাসকের কাছ থেকে ৫০ হাজার দিরহাম নগদ পুরস্কার পেয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মহম্মদ বিন রশিদ আল মাকতুম কর্তৃক অচেনা নায়ক’ হিসেবে প্রশংসিত এই চারজন ব্যক্তি তাদের দ্রুত চিন্তাভাবনার জন্য প্রত্যেককে ৫০ হাজার দিরহাম দিয়েছেন যারা বিড়ালের জীবন বাঁচিয়েছেন।
ভিডিও ফুটেজে বিড়ালটিকে বারান্দা থেকে ঝুলতে দেখা যায়। তিনজনের একটি দল দ্রুত একটি বেডশিট দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে নিচে অবস্থান নেয়। বিড়ালটি বিছানার চাদরে পড়ে, এতে তার জীবন বেঁচে যায়।
সানবিডি/ এন/আই