গমের বৈশ্বিক উৎপাদন কমার শঙ্কা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-৩০ ১৪:৫২:১৩

২০২১-২২ বিপণন মৌসুমের জন্য বৈশ্বিক গমের উৎপাদন হ্রাস পাওয়ার পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল গ্রেইন কাউন্সিল (আইজিসি)। সংস্থাটি জানায় চলতি বিপণন মৌসুমে বৈশ্বিক গমের উৎপাদন হ্রাস পেয়ে দাঁড়াতে পারে ৭৮ কোটি ২০ লাখ টন। এটি ২৯ জুলাই আইজিসির দেয়া পূর্বাভাসের চেয়ে প্রায় ৬০ লাখ টন কম। উৎপাদন পূর্বাভাসে হ্রাসের শঙ্কা সত্ত্বেও তা গত বছরের মোট উৎপাদিত গমের তুলনায় ১ দশমিক ২ শতাংশ বেশি বলে জানায় আইজিসি। ২০২০-২১ বিপণন মৌসুমে বৈশ্বিক গম উৎপাদনের পরিমাণ ছিল ৭৭ কোটি ৩০ লাখ টন। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।
কানাডা, রাশিয়া ও যুক্তরাষ্ট্র গম উৎপাদন লক্ষ্যমাত্রা-সংক্রান্ত পূর্বাভাস কমিয়ে আনার কারণে বৈশ্বিক উৎপাদন পূর্বাভাসে এ হ্রাসের চিত্র দেখা দিয়েছে বলে জানায় আইজিসি। তবে বর্তমানে বৈশ্বিক ৭৮ কোটি ২০ লাখ টন গম উৎপাদন লক্ষ্যমাত্রার পরিমাণ যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ বলেও জানায় আইজিসি।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













