শিরোপার লক্ষ্যে শক্তিশালী দল করবে শেখ রাসেল
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-৩০ ১৭:০৩:০৮

চলতি মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগও শেষ হওয়ার আগেই আগামী মৌসুমের জন্য দল গঠনের জন্য মাঠে নেমে পড়েছে ক্লাবগুলো। ভেতরে ভেতরে অনেক ক্লাব তাদের পছন্দের খেলোয়াড়দের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র শিরোপা উদ্ধারের জন্য শক্তিশালী দল গঠনের কাজ শুরু করেছে।
শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের পরিচালক (ক্রীড়া) সালেহ জামান সেলিম বলেছেন, ‘আমাদের চেয়ারম্যান আগামী মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গঠন করতে বলেছেন। আমরা এরই মধ্যে গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা ও মিডফিল্ডার আব্দুল্লাহকে দলে রাখা নিশ্চিত করেছি।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের ক্লাবের পুরোনোদের মধ্যে যারা ভাল পারফরম্যান্স করেছে তাদের আমরা রেখে দিচ্ছি। বর্তমান দলের ৩০ থেকে ৪০ ভাগ ফুটবলার আমরা রাখছি। এর বাইরে আমরা আরও ভাল প্লেয়ার নেবো।’
‘তবে লিগ শেষ না হওয়া পর্যন্ত আমরা অন্য ক্লাবের খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করব না। এ বছর আমাদের যে বিদেশী আগামী বছর তাদের চেয়ে আরো ভাল মানের খেলোয়াড় আনবো। আমাদের একটাই লক্ষ্য পরের মৌসুমে চ্যাম্পিয়ন হওয়া।’
সানবিডি/ এন/আই







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












