১০ শতাংশ কমেছে চীনের স্বর্ণ উত্তোলন
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৮-৩১ ১৪:৫১:১১

চীনের স্বর্ণ উত্তোলন খাত ধসের মুখে পড়েছে। চলতি ২০২১ বছরের প্রথমার্ধে মূল্যবান ধাতুটির উত্তোলন ১০ দশমিক ১৮ শতাংশ কমেছে। চায়না গোল্ড অ্যাসোসিয়েশন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ ব্যাপারে প্রতিষ্ঠানটির দেয়া তথ্যমতে , চলতি বছরের জানুয়ারি-জুন পর্যন্ত চীন সব মিলিয়ে ১৫২ দশমিক ৭৫ টন স্বর্ণ উত্তোলন করে। গত বছরের একই সময়ের তুলনায় উত্তোলন লক্ষ্যণীয় মাত্রায় কমেছে। সম্প্রতি চীনের কয়েকটি কয়লা ও স্বর্ণ খনিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বিশেষ করে চলতি বছরের প্রথমার্ধে স্যাংডং রাজ্যের দুটি স্বর্ণ খনিতে দুর্ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়। এর পর থেকেই খনিজ সম্পদ উত্তোলন খাতে চরম উদ্বেগ বিরাজ করছে। ফলে কয়লার পাশাপাশি স্বর্ণ খনিতেও শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে পর্যবেক্ষণ কর্মসূচি গ্রহণ করে চীন সরকার। এক্ষেত্রে নানা বিধিনিষেধও আরোপ করা হয়। এটি দেশটির সামগ্রিক স্বর্ণ উত্তোলনে নেতিবাচক প্রভাব ফেলেছে।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













