এশিয়ায় বাড়তির দিকে জ্বালানি তেল আমদানি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-৩১ ১৫:০১:৫৪

বর্তমানে বিশ্বের মধ্যে এশিয়ার দেশগুলো সবচেয়ে বেশি জ্বালানি তেল আমদানি করে।মহামারি করোনার ভয়াবহ প্রকোপের কারণে চলতি বছর এ অঞ্চলের দেশগুলোতে জ্বালানি তেলের চাহিদায় মন্দা ভাব দেখা দেয়। তবে নভেল করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি জোরদার হওয়ায় শিথিল হচ্ছে মহামারী রোধে গৃহীত বিধিনিষেধ। বিপর্যয় কাটিয়ে উঠছে শিল্প ও পর্যটন খাত। ফলে জ্বালানি তেলের প্রাতিষ্ঠানিক চাহিদার পাশাপাশি ব্যক্তিকেন্দ্রিক চাহিদাও বাড়ছে। বাজারে চাহিদা ও সরবরাহে ভারসাম্য আনতে এ অঞ্চলের আমদানিকারকরা বছরের অন্যান্য মাসের তুলনায় আগস্টে বেশ যথেষ্ট পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছেন। খবর রয়টার্স।
এশিয়ায় অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বৃদ্ধিতে সাধারণত চীনই সবচেয়ে বড় ভূমিকা রাখে। তবে আগস্টে চাহিদার দিক দিয়ে বড় প্রভাবক হয়ে ওঠে ভারত ও জাপান। এশিয়া মহাদেশের যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক এ দুই দেশ।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













