ফারইষ্ট লাইফের পরিচালনা পর্ষদ অপসারণের নির্দেশ

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৯-০১ ১৮:২৮:৫৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বর্তমান পরিচালনা পর্ষদকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (১ সেপ্টেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসইসি বিনিয়োগকারী, পলিসি হোল্ডার এবং সামগ্রিক পুঁজিবাজারের সুরক্ষার জন্য ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১০ জন স্বতন্ত্র পরিচালক মনোনীত এবং নিযুক্ত করেছে যারা কোম্পানির নতুন পরিচালনা পর্ষদ গঠন করবে। এছাড়াও কমিশন কোম্পানির বর্তমান পরিচালনা পর্ষদকে অনতিবিলম্বে অপসারণের নির্দেশ প্রদান করেছে। পুন:গঠিত পরিচালনা পর্ষদ ড. মোহাম্মদ রহমতউল্লাহকে বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করবে এবং করপোরেট গভর্ন্যান্স কোড ২০১৮ পরিপালনা সাপেক্ষে শুধুমাত্র স্বতন্ত্র পরিচালকের সমন্বয়ে একটি নিরীক্ষা কমিটি গঠন করবে ও একটি নমিনেশন ও রেমিউনিরেশন কমিটি গঠন করবে।

পুন:গঠিত পরিচালনা পর্ষদ আগামী ৬ মাসের মধ্যে কোম্পানির শীর্ষ ব্যবস্থাপনা পুন:গঠন করবে, করপোরেট ক্যাশ ও সম্পদ ফিরিয়ে আনবে এবং যারা গত ১০ বছরে ফার ইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আর্থিক অপরাধ এবং মানি লন্ডারিং করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

পুন:গঠিত পরিচালনা পর্ষদ এই মর্মে নিশ্চিত করবে যে, কোম্পানির সাথে তাদের কোন স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক নেই এবং করপোরেট গভর্ন্যান্স কোড ২০১৮, বিমা আইন ২০১০ ও অন্যান্য সিকিউরিটিজ আইন পরিপালন করবে।

এএ