যুক্তরাষ্ট্রে প্রবল তুষারঝড়ে খোলা আকাশের নিচে বিয়ে
প্রকাশ: ২০১৬-০১-২৫ ১৫:৪২:০৮

শখের বশে যুক্তরাষ্ট্রে প্রবল তুষারঝড়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়েই বিয়ে করলেন এক কপোত-কপোতি। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের টেনেসি নাশভিলের বাসিন্দা জেসিকা রিড ও জন পাইল তুষারঝড়ের ঠাণ্ডা জয় করে খোলা আকাশের নিচেই কাজটি সেরে ফেলেন।বাংলা প্রেস।
জেসিকা রিড বলেন, আমরা এটাই চেয়েছিলাম। কিছুটা তুষার পড়লে তাতে কি আসে যায়। মাত্র বিয়ে করলাম। তারা জানান, ঠিক এক বছর আগে দেখা হয়েছিল দুজনের। তাই পরস্পরের প্রতি অঙ্গীকার প্রকাশের যথার্থ দিন ছিল শুক্রবার। কনের সবচেয়ে কাছের বন্ধু বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এবং বরের ভাই ছবি তোলেন।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













