যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে শক্তিশালী হারিকেন আইডার আঘাতে মেক্সিকো উপসাগরে অবস্থিত অপরিশোধিত জ্বালানি তেল ও গ্যাস ক্ষেত্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ হয়ে গেছে অন্তত ৯৪ শতাংশ উত্তোলন কার্যক্রম। খবর রয়টার্স ও দি ইকোনমিক টাইমস।
জ্বালানি তেল কোম্পানিগুলো গত সোমবার থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা শুরু করেছেন। আইডার প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে লুইজিয়ানা। ভয়াবহ ক্ষতির শিকার হয় অঙ্গরাজ্যটির পাওয়ার গ্রিড। পাশাপাশি তৈরি হয় জলাবদ্ধতা। এসব প্রতিবন্ধকতার কারণে কোম্পানিগুলো জ্বালানি তেল ও গ্যাস প্রক্রিয়াজাত প্লান্টগুলো পুনরায় চালু করতে হিমশিম খাচ্ছেন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তার জানান, নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সংযোগ চালু হতে আরো সপ্তাহখানেক সময় লাগতে পারে। বিদ্যুৎ সংকটের কারণে অত্যন্ত ধীরগতিতে চলছে জ্বালানি তেল উত্তোলন অবকাঠামো মেরামত ও পুনরায় চালু করার কার্যক্রম। উত্তোলন, পরিশোধনসহ অন্যান্য কার্যক্রম পুরোপুরিভাবে চালু হতে আরো অন্তত দুই সপ্তাহ সময় লাগবে বলে জানান তারা।
সানবিডি/এনজে