বিলুপ্ত ছিটমহলে ইসলামী ব্যাংকের বিনিয়োগ বিতরণ
প্রকাশ: ২০১৫-১০-০৪ ১৬:৪১:০৮
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ভূরুঙ্গামারী শাখার উদ্যোগে কুড়িগ্রামের সদ্যবিলুপ্ত ছিটমহল বড় গাওচুলকার উদ্যোক্তাদের মাঝে বিনিয়োগ প্রদান করা হয়।
রোববার বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায় প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ইসলামী ব্যাংক রংপুর জোনপ্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: আলতাফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার এ.জে.এম. এরশাদ হাবিব, বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ও ইসলামী ব্যাংক ভূরুঙ্গামারী শাখাপ্রধান মো: আনোয়ার হোসেন প্রমুখ।
এ সময় অনুষ্ঠানে ১৮টি পরিবারের মাঝে ক্ষুদ্র ব্যবসা, গবাদি পশু, হাঁস-মুরগি পালন ও অটোরিকসা ক্রয়ের জন্য বিনিয়োগ প্রদান করা হয়।
সানবিডি/ঢাকা/বিজ্ঞপ্তি/এসএস