দেশে আটকা আমিরাতের প্রবাসীদের দ্রুত ফিরিয়ে আনা হবে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-০৩ ১৫:২৫:৫০
আমিরাতের যেসব প্রবাসী দেশে আটকা আছেন তাদের দ্রুত ফিরিয়ে আনা হবে। এজন্য কাজ করছে বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশ সরকারও সেজন্য প্রযোজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।
তিনি ৩১ আগস্ট বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় তিনি বিমানের ভাড়া কমিয়ে আনা এবং প্রবাসী কর্মীদের লাশ বহনে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান।
দুবাইয়ের একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী মোহাম্মদ আলী। সংগঠনের সাধারণ সম্পাদক আনসারুল হকের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন আরব আমিরাত আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা আইয়ূব আলী বাবুল।
বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ দুবাইয়ের উপদেষ্টা সাইফুদ্দিন আহমেদ, আমিরাত যুবলীগের সাংগঠনিক সম্পাদক এসএম শফিকুল ইসলাম শফি, বঙ্গবন্ধু পরিষদ ফুজিরা পূর্বাঞ্চলের সভাপতি তপন সরকার, বাঙলাদেশ সমিতি দুবাইয়ের পরিচালক সোহরাব হোসেন, দুবাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী, দুবাই যুবলীগ সভাপতি সিআইপি মোস্তাফা কামাল শিমুল, বঙ্গবন্ধু পরিষদ শারজাহের সহ-সভাপতি হাজী সেলিম ও সাধারণ সম্পাদ আরশাদ আলম।
এ সময় আরও বক্তব্য রাখেন- দুবাই যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু চৌধুরী, দুবাই যুবলীগের যুগ্ম সম্পাদক হাসান মুরাদ, দুবাই আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ করিম, দুবাই যুবলীগের সম্পাদক জাহেদ করিম চৌধুরী, দুবাই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন চৌধুরী, বংগবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শাহেদুল করিম, সাংগঠনিক সম্পাদক ফয়জুল ইসলাম করিম, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সভাপতি সালাউদ্দিন মাহমুদ, পরিষদের শারজাহ সহ-সভাপতি কাজী ফীরোজ, যুবলীগ আজমানের সভাপতি মোরশেদুল কাদের মুন্না, আমিরাত যুবলীগের সদস্য আব্দুল মালিক।
স্বাগত বক্তব্য রাখেন সাইফুল আলম। অনুষ্ঠানের শুরুতে খতমে কোরআন ও শেষে বিশেষ মোনাজাত করে জাতির পিতা ও তার পরিবারের সবার রূহের মাগফিরাত কামনা করা হয়।
সানবিডি/ এন/আই