এটিবিতে যাচ্ছে ওটিসির ২২ কোম্পানি
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৯-০৩ ২৩:৩৯:১৭
ওভার দ্য কাউন্টারের (ওটিসি) ২২টি কোম্পানিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বাজারে পণ্যের বৈচিত্র্যতা আনতে ২০১৯ সালে (অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড) বিধিমালা, ২০১৯ করে বিএসইসি।
এটিবিতে,অতালিকাভুক্ত সিকিউরিটিজ যেমন-অতালিকাভুক্ত কোম্পানির শেয়ার, যে কোন ধরনের বন্ড, ডিবেঞ্চার, সুকুক, বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড এবং বিকল্প বিনিয়োগ তহবিল নির্ধারিত শর্ত সাপেক্ষে এ বোর্ডে অন্তর্ভুক্তির সুযোগ সৃষ্টি হয়েছে এবং সব ধরনের তালিকাচ্যুতি সিকিউরিটিজ এবং ওটিসি মার্কেটে থাকা কোম্পানি নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এ বোর্ডে অন্তর্ভূক্তিরও সুযোগ তৈরী হয়েছে৷
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এটিবিকে চালু করার জন্য প্রাথমিকভাবে ওটিসি মার্কেটের ২২টি কোম্পানিকে হস্তান্তর করা হচ্ছে। সম্প্রতি কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়েছে। চিঠি ইস্যুর ১ মার্সের মধ্যে এটিবিতে তালিকাভুক্তির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কোম্পানিগুলো হলো- আরবি টেক্সটাইল, আজাদি প্রিন্টার্স, বাংলাদেশ ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ডায়িং অ্যান্ড ফিনিশিং ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ লাগেজ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ জিপার ইন্ডাস্ট্রিজ, চিক টেক্সটাইল, ইগল স্ট্যার টেক্সটাইল মিলস, গ্রামীন বাংলা জেবি ফুড, গালফ ফুডস, হিল প্লান্টেশন, যশোর সিমেন্ট, এম হোসাইন গার্মেন্টস ওয়াশিং অ্যান্ড ডায়িং, মক এন্টারপ্রাইস, ফনিক্স ল্যাদার কমপ্লেক্স, দ্যা ইন্জিনিয়ারর্স, টিউলিপ ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস, পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালার্স, বাংলাদেশ প্লানটেশন, খাজা মোজাক টাইলস, অ্যান্ড স্টোন ইন্ডাস্ট্রিজ এবং জাগো কর্পোরেশন লিমিটেড।
২০০৯ সালের অক্টোবর মাসে ৫১টি কোম্পানি নিয়ে যাত্রা শুরু করে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট। পরেও আরও ২৯ টি কোম্পানিকে পাঠানো হয়। পরে আইন পরিপালন করার মাধ্যমে কয়েকটি কোম্পানি মূল মার্কেটে নিয়ে আসা হয়। নতুন কমিশন ওটিসি মার্কেট বাদ দিয়ে এসএমই ও এটিবিতে হস্তান্তর করছে কিছু কোম্পানি। অন্যদিকে কিছু কোম্পানিকে তালিকাচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।