মেয়েকে নিয়ে সাঁতার জুকারবার্গের

প্রকাশ: ২০১৬-০১-২৫ ১৬:৫৬:৩০


jukarbarg_99825মাত্র সেদিন বাবা হয়েছেন। এই খুশিতে ফেসবুক শেয়ারের ৯৯ শতাংশ দাতব্য কাজে দান করার প্রতিশ্রুতি দেন সামাজিক যোগাযোগমাধ্যমটির স্রষ্টা। এই খবরে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। জন্মের দুই মাসের মধ্যেই মেয়েকে নিয়ে সুইমিং পুলে সাঁতার কাটতে নামলেন জুকারবার্গ। এবারও তিনি সংবাদের শিরোনাম হয়েছেন।

বাবা-মেয়ে দুজনে মিলে দিব্যি উপভোগ করলেন সুইমিং পুলে। সেই ছবি জুকারবার্গ ফেসবুকে পোস্টও করেছেন। ছবিটি পোস্ট করার ১২ ঘণ্টার মধ্যেই এতে লাইক পড়েছে ১৮ লাখের বেশি। ছবিটি পোস্ট করার পাশাপাশি মার্ক জুকারবার্গ একটি মন্তব্যে লিখেন, ‘ম্যাক্সের প্রথম সাঁতার। ও উপভোগ করছে!’

এদিকে, মেয়ের পাশে সবসময় থাকতে দুই মাসের ছুটিতে আছেন মার্ক জুকারবার্গ। ছুটি নেয়া প্রসঙ্গে তখন তিনি বলেছিলেন, ‘সন্তানকে বাবা এবং মা দুজনেরই সময় দেয়া প্রয়োজন।’

সানবিডি/ঢাকা/আহো