ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২৮ দশমিক ৩৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২১ কোটি ২৮ লাখ ১২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৩২ লাখ ১২ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দর বেড়েছে ২৬ দশমিক ৮২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৬৬ কোটি ১৬ লাখ ৬৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৬ কোটি ৫৪ লাখ ১৬ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা রংপুর ফাউন্ড্রির দর বেড়েছে ২১ দশমিক ১৮ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১১ কোটি ৭০ লাখ ৮৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৯২ লাখ ৭২ হাজার ২৫০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– মুন্নু সিরামিকের ২০.৯৩ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ১৯.০৮ শতাংশ, মুন্নু এগ্রোর ১৮.৮৬ শতাংশ, নর্দার্ণ জুটের ১৮.১১ শতাংশ, সমতা লেদারের ১৮.০৪ শতাংশ, দেশবন্ধু পলিমারের ১৭.০১ শতাংশ এবং বিডি অটোকার্সের শেয়ার দর সপ্তাহের ব্যবধানে ১৫.৯০ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস