দিনাজপুরের হিলি স্থলবন্দরে কয়েকদিন ধরে স্থিতিশীল ছিল পেঁয়াজের দাম।তবে শুক্রবার থেকে ফের দাম বাড়তে শুরু করেছে। বিক্রেতারা বলছেন, আগের চেয়ে আমদানির পরিমাণ কমেছে। এতে সরবরাহ সংকটে মসলা পণ্যটির দাম বাড়তে শুরু করেছে।দেখা গেছে, বন্দরের পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজে দাম বেড়েছে ৩ টাকা। আমদানীকৃত ইন্দোর জাতের পেঁয়াজ পাইকারিতে ট্রাকসেল ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়। আর নাসিক জাতের পেঁয়াজ ৩২ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। একদিন আগেও যেখানে বিক্রি হয়েছে ২৮-২৯ টাকা কেজি দরে।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা ফিরোজ হোসেন বলেন, পেঁয়াজের বাজার বর্তমানে কিছুটা বাড়তির দিকে রয়েছে। এর কারণ বন্দর দিয়ে আমদানি আগের চেয়ে কম হচ্ছে। ফলে চাহিদার বিপরীতে সরবরাহ কম। যে কারণে পেঁয়াজের দাম বাড়তির দিকে রয়েছে।
সানবিডি/এনজে