ভারতে অল্পের জন্য বেঁচে গেলেন রোনালদিনহো
প্রকাশ: ২০১৬-০১-২৫ ১৭:৫০:৩৩

অল্পের জন্য বেঁচে গেলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো দ্য এসিস মোরেইরা। গোটা বিশ্ব যাকে রোনালদিনহো বলেই চেনে। সোমবার কেরালায় তাঁর চলন্ত গাড়ির ঠিক সামনে আচমকাই ভেঙে পড়ল একটি সিগন্যাল পোস্ট। আর একটু পর ভাঙলে হয়ত ২০০২ বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের সদস্যের গাড়ির উপরেই সেটি পড়ত।
রবিবারই দ্বিতীয়বারের জন্য দু’দিনের ভারত সফরে এসেছেন রোনালদিনহো। কেরালার কোজিকোড়ে সেট নাগজি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধনে এসেছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার। রোনালদিনহোই প্রায় শ’খানেক ফুটবল সমর্থকদের সামনে টুর্নামেন্টের ট্রফিও তুলে দেন আয়োজকদের হাতে।
আর এদিন সকালে একটি সরকারি স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময়ই এই বিপত্তি ঘটে। যদিও সঙ্গে সঙ্গেই ভাঙা লাইট পোস্টটিকে তুলে সরিয়ে দেন কর্তব্যরত পুলিশ অফিসাররা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘লাইট পোস্টটির কাঠামো অনেক বছরের পুরোনো এবং অতিরিক্ত ভিড়ের চাপেই সেটি ভেঙে পড়েছে।’
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












