গেইনারের অর্ধেকই মিউচ্যুয়াল ফান্ড খাতের

প্রকাশ: ২০১৫-১০-০৪ ১৮:০৮:০৮


DREAMSTIME - MUTUAL FUNDS CHOICES ILLUSTRATION

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন গেইনার তালিকায় অর্ধেকই রয়েছে মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানি। এদিন গেইনারে ১০ কোম্পানির মধ্যে ৫টিই মিউচ্যুয়াল ফান্ড খাতের। ফান্ডগুলো হচ্ছে-চতুর্থ আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ এ খাতের দ্বিতীয় স্থানে ছিল চতুর্থ আইসিবি মিউচ্যুয়াল ফান্ড। এদিন এ ফান্ডের প্রতিটি ইউনিটের দর বেড়েছে ৯ টাকা ৪০ পয়সা বা ৪ দশমিক ৩৬ শতাংশ। এদিন ফান্ডটি সর্বশেষ লেনদেন করে ২২৫ টাকা দরে। এছাড়া আজ এই ফান্ডের ২০০ ইউনিট ১ বারে লেনদেন হয়।

এই খাতের পঞ্চম স্থানে থাকা ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের প্রতিটি ইউনিট দর বাড়ে ২০ পয়সা বা ২ দশমিক ৮৫ শতাংশ। এদিন ফান্ডটি সর্বশেষ লেনদেন করে ৭ টাকা দরে। আজ ফান্ডের ৫৯ হাজার ২৪৮ ইউনিট ১৮ বারে লেনদেন হয়।

তালিকার সপ্তম স্থানে থাকা আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে ৪০ পয়সা বা ২ দশমিক ৩৫ শতাংশ। আজ ফান্ডটি সর্বশেষ লেনদেন হয় ১৮ টাকা ১০ পয়সা দরে। এদিন ফান্ডের ১০ হাজার ৬২০টি ইউনিট ২৩ বারে লেনদেন হয়।

গেইনারে থাকা অন্য ফান্ডগুলো হচ্ছে- রহিম টেক্সটাইল, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, লিগ্যাসি ফুটওয়্যার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি এবং প্রিমিয়ার সিমেন্ট মিলস।