সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৩ শতাংশ কমেছে। ফান্ডটি ১৮৩ বারে ৪ লাখ ৫১ হাজার ৯৬২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬ শতাংশ কমেছে। ফান্ডটি ৬৯ বারে ১ লাখ ৬৪ হাজার ৭০৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯৫ শতাংশ কমেছে। ফান্ডটি ২৬০ বারে ৬ লাখ ১৮ হাজার ৬৪৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ফারইস্ট ইসলামী লাইফের ৫.৫৩ শতাংশ,পূরবী জেনারেল ইন্সুরেন্সের ৫.১৫ শতাংশ, এক্সিম ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ডের ৪.৭৬ শতাংশ, বিচ হ্যাচারির ৪.৫১ শতাংশ, জনতা ইন্সুরেন্সের ৪.৩৬ শতাংশ, সোনালী লাইফের ৪.৩২ শতাংশ এবং পদ্মা লাইফের শেয়ার দর ৪.৩২ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস