নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি জয়ে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১২৯ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে জয় পেলেই সিরিজ জয় নিশ্চিত করবে টাইগাররা।
পাঁচ ম্যাচ সিরিজে এর আগে প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৭ উইকেট ও ৪ রানে জয় তুলে নিয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
রোববার (৫ সেপ্টেম্বর) সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান করে নিউজিল্যান্ড। ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন হেনরি নিকোলস। এছাড়া শেষ ওভারে বল হাতে ১১ রান দেন মোস্তাফিজুর রহমান।
সানবিডি/ এন/আই